এটি বাংলাদেশের সোনালী আঁশ বা পাটের ক্ষেত। বাংলাদেশের প্রতিটি জেলায় কম বেশি পাটের চাষ হয়। তেমনি লামচর ইউনিয়নের প্রতিটি বড় ফসলের মাঠে পাটের চাষ হয়। এখানের কৃষকেরা ইরি মৌসুমের পরে বর্ষাকালে পাটের চাষ করে থাকেন। পাট বাংলাদেশের সোনালী আঁশ সে দিক বিবেছনা করে প্রায় সব কৃষকরাই চেষ্টা করে থাকেন পাট চাষ করার জন্য। এটি বর্ষকালে কম খরছে ও কম পরিশ্রমে উৎপন্ন করা সম্ভব। প্রতি বছর এই ইউনিয়ন থেকে প্রায় ৪০০ মন পাট উৎপন্ন করা সম্ভব হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS