লামচর ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন অর্থাৎ লক্ষ্মীপুরের উত্তরাঞ্চলে অবস্থিত। রামগঞ্জ উপজেলার এই উত্তরাঞ্চল মুক্তিযুদ্ধের চারণ ভূমি হিসেবে ও বেশ পরিচিতি রয়েছে। এই ইউিনয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যার আয়তন ৭.৩১ বর্গ কিলোমিটার এবং এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৪৫০০০ হাজার, ইউনিয়নে ১৪ টি গ্রাম এবং এটি ৯ ওয়ার্ডে বিভক্ত। ইউনিয়নের ১৪ টি গ্রামের মধ্যে লামচর গ্রামটি অন্য সব গ্রামের চাইতে সুন্দর ও মনোরম বিধায় এর নামকরন করা হয়েছে লামচর ইউনিয়ন।ধারনা করা হচেছ ১৪০০ সালে এই চরন ভূমিটির জন্ম এবং মানুষ চলাচল ও বসবাসের উপযোগী হিসেবে গড়ে উঠা।
এই ইউনিয়নে হিন্দু,মুসলিম সব সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। রয়েছে ইউনিয়েনে রয়েছে ৬টি ছোট বাজারও ১টি বড় বাজার। যার মধ্যে পানপাড়া বাজার লামচর ইউনিয়নের সবচেয়ে বড় বাজার এছাড়া ও রয়েছে লামচর বাজার ও ডাগ্গাতলী বাজার ও দেওয়ান বাড়ির বাজার ইত্যাদি।
লামচর ইউনিয়নে জন্মগ্রহন করেছে অনেক গুনী মানুষ। যারা আজ বিশ্বের বিভিন্ন দেশে সম্মানের সাথে সরকারী বেসরকারী উচ্চ পদে রয়েছেন। সবকিছু মিলেয়ে লামচর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS