Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Ramganj Panpara Bazar Hygiene Sanitation and multi-storied building work inaugurated - Hon'ble Deputy Commissioner Anwar Hossain Akand Sir
Details
রামগঞ্জে পানপাড়া বাজারে হাইজিন স্যানিটেশন এবং বহুতল ভবনের কাজ শুভ উদ্ধোধন করেন-মাননীয় জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ স্যার
+++++++++++++++++++++++++++++++++++++++++++
আজ ১৭ই জানুয়ারী-২০২৩ইং তারিখ রোজ মঙ্গল বার বিকাল ৩ঘটিকার সময়, রামগঞ্জ উপজেলাধীন ৬নং লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পানপাড়া বাজারে হাইজিন স্যানিটেশন এবং বাজারে বহুতল ভবন নির্মানের কাজ শুভ উদ্ধোধন করেন, লক্ষ্মীপুর জেলার মাননীয়  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্টেট জনাব মোঃ আনোয়ার হোসাইন আকন্দ স্যার, ‍উক্ত অনুষ্ঠানে জনাব উম্মে হাবিবা মীরা, উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জ, এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মনির হোসেন চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,রামগঞ্জ, ‍ ,জনাব মোঃ ফয়েজুল্লাহ, জিসান পাটওয়ারী সাহেব-চেয়ারম্যান,৬নং লামচর ইউনিয়ন পরিষদ, রামগঞ্জ, এর সঞ্চালনায়- উপস্থিত ছিলেন, পানপাড়া বাজারের ব্যবসায়ী বৃন্দু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আবুল খায়ের ভূঁইয়া, এলাকার গন্যমান্য ব্যক্তিগন,ইউনিয়ন পরিষদের সদস্য,সদস্যাগনসহ আরো অন্যান্যারা উপস্থিত ছিলেন।
Attachments
Publish Date
15/01/2023
Archieve Date
20/01/2023