Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Weekly Gram Adalat was held at Ramganj Lamchar UP on 12-03-2023 at 11 am today Sunday.
Details
রামগঞ্জ ‍লামচর ইউপিতে সাপ্তাহিক গ্রাম আদালত অনুষ্ঠিত হয়
+++++++++++++++++++++++++++++++++++++
আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় ৬নং লামচর ইউনিয়ন পরিষেদে সাপ্তাহিক গ্রাম আদালত অনুষ্ঠীত হয়। উক্ত গ্রাম আদালত পরিচালনা করেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ফয়েজুল্লাহ জিসান পাটওয়ারী সাহেব। উক্ত আদালতে ইউপি সচিব মোঃ জুলহাস অভিযোগকারীদের আবেদনের পরিপেক্ষেতিতে অভিযোগ পড়ে শুনালে চেয়ারম্যান বাদী বিবাদীদের উভয়ের শুনানী শেষে স্ব-স্ব ওয়ার্ডের ইউপি সদস্যগনের এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় আবেদন নিম্পত্তি করেন। উক্ত আদালতে ক্যামরা মেন হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সোহরাব হোসাইন রুস্তম ইউডিসি পরিচালক, ৬নং লামচর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষ্মীপুর।
Attachments
Publish Date
09/03/2023
Archieve Date
14/03/2023