এটি ইউনিয়ন সাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। লামচর ইউনিয়নের ২নং ওয়ার্ড লামচর গ্রামে অবস্থিত ইউনিয়ন সাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। এখানে একজন মেডিকেল অফিসার, একজন এমবিবিএস ও একজন মহিলা বিশেষঞ্জ ডাক্তার আছেন। এটি একটি সরকারী সাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। এখনে সরকারী প্রচেষ্টায় ডাক্তারগন গরীব ও দুস্থদের বিনামূল্যে সেবা ও ঔষদ প্রদান্ করে আসছেন। মহিলা বিশেষঞ্জ ডাক্তার এখানে সার্বৎখনিক থেকে মানুষকে সেবা প্রদান করে আসছেন। এটি লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে অল্প উত্তর পশ্চিমে লামচর ও বালুয়া চৌমুহনী সড়কের পাশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস