লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার, সুনাম ও গৌরবের অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে লামচর ইউনিয়ন। তারই ধারাবাহিকতায় লামচর ইউনিয়ন আজ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম: ৬নং লামচর ইউনিয়ন
খ) আয়তন – ৭.৩১ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৫ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৫২.৭১%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
সিনিয়র মাদ্রাসা- ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ মফিজ উল্যা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০৪-২০০৫ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২১/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ২৫/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২০/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম
লামচর কাশিমনগর তাহেরপুর ছমেদপুর বিষ্ণভল্লবপুর উঃ দাসপাড়া দঃ দাসপাড়া দঃ দাসপাড়া উঃ মজুপুর দঃ মজুপুর দঃ হাজীপুর পানপাড়া রসুলপুর উঃ কালিকাপুর দঃ কালিকাপুর শৈলখালী
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
যোগাযোগ ব্যবস্থা
রামগঞ্জ উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব ৭ কিঃমিঃ
রামগঞ্জ উপজেলা থেকে রিক্সা কিংবা সিএনজি যোগে লামচর ইউনিয়ন পরিষদে আসা যায়।
উপজেলাখেকে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-
রিক্সা - ভাড়ার হার - ৬০ - ৭০ টাকা। (জনপ্রতি)
সিএনজি - ভাড়ার হার - ৪০- ৫০ টাকা । (জনপ্রতি)
লামচরইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য-
ইউনিয়ন পরিষদথেকে লামচর
রিক্সা - ভাড়ার হার - ৫০ - ৬০ টাকা। (জনপ্রতি)
সিএনজি - ভাড়ার হার - ৩০ - ৪০ টাকা । (জনপ্রতি)
ইউনিয়ন পরিষদ থেকে পানপাড়া
রিক্সা - ভাড়ার হার - ২০ - ৩০ টাকা। (জনপ্রতি)
সিএনজি - ভাড়ার হার - ১০ - ২০ টাকা । (জনপ্রতি)
ইউনিয়ন পরিষদথেকে কাশিমনগর
রিক্সা - ভাড়ার হার - ৩০ - ৪০ টাকা। (জনপ্রতি)
সিএনজি - ভাড়ার হার - ২০ - ৩০ টাকা । (জনপ্রতি)
ইউনিয়ন পরিষদথেকে দাসপাড়া
রিক্সা - ভাড়ার হার - ৪০ - ৫০ টাকা। (জনপ্রতি)
সিএনজি - ভাড়ার হার - ২০ - ৩০ টাকা । (জনপ্রতি)
ইউনিয়ন পরিষদথেকে কালিকাপুর
রিক্সা - ভাড়ার হার - ২০ - ৩০ টাকা। (জনপ্রতি)
সিএনজি- ভাড়ারহার- ১০- ২০টাকা।(জনপ্রতি)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস