শিরোনাম
রামগঞ্জে লামচর ইউপিতে সাপ্তাহিক গ্রাম আদালত-২০২৩ অনুষ্ঠীত হয়। ০৮-০১-২০২৩
বিস্তারিত
রামগঞ্জে লামচর ইউপিতে সাপ্তাহিক গ্রাম আদালত-২০২৩ অনুষ্ঠীত হয়।
============================================
আজ ০৮ জানুয়ারী-২০২৩ইং রোজ রবিবার, সকাল ১০ ঘটিকার সময় ৬নং লামচর ইউনিয়ন পরিষদ কার্যালয় সাপ্তহিক গ্রাম আদালত অনুষ্ঠীত হয়। উক্ত আদালত পরিচালনা করেন অত্র ইউনিয়নের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ফয়েজুল্লাহ জিসান পাটওয়ারী সাহেব। আদালতের শুরুতে ইউপি সচিব জুলহাস মোঃ শফি উল্যা, অভিযোগকারীদের অভিযোগ পড়ে শুনালে চেয়ারম্যান সাহেব উভয়ের শুনানী শেষে স্ব-স্ব-ওয়ার্ড ইউপি সদস্য এলাকার
গন্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় আদালত পরিচালনা করেন। এতে উপস্থিত আছেন গ্রাম পুলিশগনসহ অন্যান্যরা।