আজ ২৮শে মে রবিবার সকাল ১০ ঘটিকার সময় ৬নং লামচর ইউনিয়নে গ্রাম আদালন পরচিালনা করেন, জনাব মোঃ ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী সাহেব, চেয়ারম্যান,৬নং লামচর ইউনিয়ন পরিষদ,রামগঞ্জ, লক্ষ্মীপুর। আদালত চলা কালিন সময় চেয়ারম্যান সাহেব অত্র ইউনিয়নের ইউপি সচিব জনাব মোঃ জুলহাসকে অভিযোগ কারীদের অভিযোগগুলো পড়ে শুনানোর জন্য বললে, শুনান, তারপর বাদী বিবাদীদের মৌখিক ভাবে শুনার পর অভিযোগকারীর ওয়ার্ডে ইউপি সদস্যিএবং সংক্ষিত মহিলা সদস্য সহএলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সময় উপযোগি সমস্যা সমাধানে ব্যবস্থা নেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস