Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ ১৭ই এপ্রিল-২০২২ইং রোজ রবিবার, সকাল ১০ঘটিকার সময়,অত্র ৬নং লামচর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালনা করেন, জনাব মোঃ ফয়েজুল্লাহ জিসান পাটওয়ারী, চেয়ারম্যান,অত্র ইউনিয়ন।
বিস্তারিত

আজ ১৭ই এপ্রিল-২০২২ইং রোজ রবিবার, সকাল ১০ঘটিকার সময়,অত্র ৬নং লামচর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালনা করেন, জনাব মোঃ ফয়েজুল্লাহ জিসান পাটওয়ারী, চেয়ারম্যান,৬নং লামচর  ইউনিয়ন পরিষদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর,এ সময় অত্র  ইউনিয়নের ৯টি ওয়ার্ডের  ইউপি সদস্যগন,এবং সংরক্ষিত মহিলা সদস্যগন  উপস্থিত ছিলেন। চেয়ারম্যান সাহেব নাগরিকদের অভিযোগের  আলোকে তাদের সমস্যা নির্নয় করে, সমাধানের জন্য  উভয়ের  আন্তরিকতার মাধ্যমে সময়  উপযোগি সমাধান করেদেন।  এতে বাদী বিবাদী  উভয় সন্তুষ্ট চিত্রে চেয়াম্যান সাহেবের রায় মেনে নেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন  এলাকার গন্যমান্য ব্যক্তিগন, ইউপি সচিব, গ্রাম পুলিশগন, দপাদার, ইউডিসি উদ্দ্যোক্তা পরিচালক, জনাব মোঃ সোহরাব হোসাইন (রুস্তম) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/04/2022
আর্কাইভ তারিখ
20/04/2022